শিলিগুড়ি, ২ ডিসেম্বরঃ বিহার থেকে এই রাজ্যে প্রবেশ করে ছোট ছোট নেশাগ্রস্ত ছেলে মেয়েদের অর্থের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বাড়িতে বা মন্দিরে চুরি করাতো একটি গ্যাং।মন্দিরে চুরির ঘটনায় সেই গ্যাং এর এক সদস্যকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম মহম্মদ সোনু।বিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, গত শনিবার রাতে ৩১ নম্বর ওয়ার্ডের উজ্জল সংঘের সামনে একটি মন্দির থেকে চুরি যায় বিগ্রহের অলঙ্কার।ঘটনার পর রবিবার সকালে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মন্দির কর্তৃপক্ষ।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে এনজেপি থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সোনুকে।তার কাছ থেকে উদ্ধার হয় মন্দির থেকে চুরি যাওয়া রুপোর অলঙ্কার।
পুলিশ সূত্রে খবর, বিহারের এই গ্যাং দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার ছোট ছোট শিশুদের অর্থের প্রলোভন দেখিয়ে চুরির কাজ করাতো।
ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।