সরকারি জমিতে থাকা মন্দিরে প্রাচীর দেওয়া নিয়ে স্থানীয় দুইপক্ষের ঝামেলা ঘিরে উত্তেজনা  

শিলিগুড়ি, ১৭ ডিসেম্বরঃ সরকারি জমিতে রয়েছে মন্দির।সেই মন্দিরের চারপাশে প্রাচীর করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় দুইপক্ষের বিবাদ।ঘটনায় চাঞ্চল্য ছড়াল আশিঘর ফাঁড়ি অন্তর্গত পূর্ব চয়নপাড়া এলাকায়।


জানা গিয়েছে, পূর্ব চয়নপাড়া এলাকায় একটি সরকারি জমিতে প্রায় ৪০ বছর ধরে রয়েছে একটি মন্দির।স্থানীয় বাসিন্দারাই কমিটি গঠন করে মন্দিরের দেখাশোনা করেন।বর্তমানে মন্দিরের আশেপাশে তৈরি হচ্ছে বহু বাড়ি।মন্দিরের জমি দখল করে নেওয়া হচ্ছে বলে স্থানীয়রাই সীমানা প্রাচীর করার সিদ্ধান্ত নেন।সেইমত সীমানা প্রাচীর করা হয়।

এরপরই মন্দিরের পেছনে থাকা কয়েকটি পরিবার যাতায়াতের সমস্যায় পড়েন।এই নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগও করেন তারা।অভিযোগের ভিত্তিতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌছতেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।


এই বিষয়ে অভিযোগকারী প্রিয়াঙ্কা সাহা ঘোষ জানান, মন্দিরটি সরকারি জমির উপর রয়েছে।কিন্তু দেওয়াল তুলে দেওয়ার ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন বেশকিছু পরিবার।স্থানীয় এবং মন্দির কমিটির সঙ্গে যাতায়াতের জন্য রাস্তা রাখার কথা বলা হলেও কোন লাভ হয়নি।কোন দুর্ঘটনা ঘটলে গাড়ি ঢোকার জায়গা নেই।প্রশাসনকে বিষয়টি দেখার আবেদন জানান তিনি।

অন্যদিকে স্থানীয় ও মন্দির কমিটির সদস্যরা জানান, এই মন্দিরটি বহু পুরনো।বর্তমানে মন্দিরের আশেপাশে প্রচুর বাড়ি হচ্ছে।ধীরে ধীরে মন্দিরের জায়গাও দখল হয়ে যাচ্ছে এই কারণে মাঠটি প্রাচীর করে ঘিরে দেওয়া হয়েছে।মন্দিরের পেছনে থাকা কয়েকটি বাড়ির কথা মাথায় রেখে কিছুটা জায়গা ছেড়েও দেওয়া হয়েছে।এরপরও কয়েকটি পরিবার রাস্তা নিয়ে অভিযোগ করছে বলে জানান তারা।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *