রাজগঞ্জ,২২ জুনঃ রাজগঞ্জের ঐতিহ্যবাহী ভদ্রেশ্বর মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরু করলেন মাঝিয়ালী অঞ্চলের তৃণমূলের মনোনীত প্রার্থীরা।
আগামী ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন।ইতিমধ্যেই প্রচারপর্ব সারতে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি।বৃহস্পতিবার দুপুরে মন্দির প্রাঙ্গণে একটি দলীয় বৈঠক করে মাঝিয়ালী অঞ্চলের তৃণমূলের মনোনীত প্রার্থীরা তাদের পরিচয় পর্ব সারেন। এরপর ঐতিহ্যবাহী মন্দিরে পুজো দেন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীরা।
তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি অনুষ্ঠান শেষে বলেন, আজ রাজগঞ্জের ঐতিহ্যবাহী মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার পর্ব শুরু করা হলো। এই নির্বাচনে মাঝিয়ালী অঞ্চলে ভালো ফলাফল করবে তৃণমূল।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি,ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, শ্রমিক নেতা তপন দে, অঞ্চল সভাপতি হেমন্ত রায় সহ অন্যান্য নেতাকর্মীরা।