শিলিগুড়ি, ৯ জুনঃ আমের গন্ধে ভরে উঠেছে শহরের আকাশ বাতাস।শিলিগুড়িতে হাজির হয়েছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল।দেশ বিদেশের হরেকরকম আমের সম্ভার নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা।এই ফেস্টিভ্যালে আমের দাম শুনলে চমকে যাবেন আপনি।
শিলিগুড়ির মাটিগাড়ায় একটি শপিংমলে এবছর ম্যাঙ্গো ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।আমের এই উৎসবে এবারে আকর্ষনের কেন্দ্রবিন্দু মিয়াজাকি আম।এই আম জাপানের।রঙ ও দামের জন্য মানুষ এই আমের দিকেই ঝুঁকছেন।আম না কিনলেও কৌতূহলের জন্য অনেকেই যাচ্ছেন এই স্টলে।
আমের উৎসবে এবছর প্রায় ২৫০টি স্টল বসেছে।তবে আকর্ষণে রয়েছে জাপানের মিয়াজাকি আম।বীরভূমের সৌকত হুসেন নামে এক কৃষক এই আম নিয়ে এসেছেন।১০পিস মিয়াজাকি আম নিয়ে এসেছেন তিনি।বর্তমানে ১-২ হাজার টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে।চাহিদা বাড়লে এই আম নিলামও করা হতে পারে।
জাপানি মিয়াজাকি আম উৎপাদনকারী কৃষক সৌকত হুসেন বলেন, প্রায় দেড় বছর আগে বিদেশী জাপানি মিয়াজাকি আমের ৫টি গাছ লাগিয়েছিলেন তিনি।সেই গাছগুলির মধ্যে একটি গাছে ৩৮টি আম হয়েছে।বীরভূমে এই আম নিলামে বিক্রি হয়েছে প্রতি পিস ১০ হাজার টাকায়।
ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আয়োজক সংস্থার তরফে ডঃ সমরেন্দ্রনাথ খাড়া বলেন, জাপানি মিয়াজাকি আম এবারের আম উৎসবের আকর্ষণের কেন্দ্রবিন্দু।এই আমের রঙও খুব সুন্দর।স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী।