শিলিগুড়ি,৪ ফেব্রুয়ারিঃ ‘ক্যান্সার’ এটি একটি অসুখের নামমাত্র। সঠিক সময়ে ধরা পড়লে তা সারিয়ে ওঠার উপায় রয়েছে, এই কথা বারবার বলেছে মনীষা নন্দী ফাউন্ডেশন। আজ ৪ ফেব্রুয়ারী, বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার সম্মন্ধে মানুষকে সচেতন করা এবং ক্যান্সারে আক্রান্ত মানুষদের নিয়ে বহুদিন ধরেই শিলিগুড়িতে কাজ করছে মনীষা নন্দী ফাউন্ডেশন।
আজ বিশ্ব ক্যান্সার দিবসে তাই ক্যান্সারে আক্রান্ত মানুষ, ক্যানসারকে কাটিয়ে উঠেছে এমন মানুষ এবং বিভিন্ন ডাক্তারদের নিয়ে এক অনুষ্ঠান করে মনীষা নন্দী ফাউন্ডেশন। শিলিগুড়ি রামকিঙ্কর হলে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শিলিগুরি থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী। ক্যান্সার নিয়ে বিভিন্ন মানুষ আজ তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা সকলের সামনে তুলে ধরেন। পাশাপাশি সঠিক পরামর্শ দিতে বক্তব্য রাখেন ডাক্তারেরাও।