শিলিগুড়ি,১৮ জুনঃ মানবিকতার নিদর্শন দিল ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।কোভিড আক্রান্তের বাড়িতে স্থানীয়রা পৌছে দিলেন খাদ্যসামগ্রী।বেশকিছুদিন আগে ওই ওয়ার্ডের এক মহিলার কোভিড পসিটিভ ধরা পড়ে।এরপরে তাকে নিয়ে যাওয়া হয় কোভিড হাসপাতালে।বর্তমানে তিনি সেখানেই চিকিৎসারত রয়েছেন।তার পরিবার রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।
স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলরের কাছ থেকে মিলছে না কোনো সাহায্য ফলে এলাকাবাসিই বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত।এর আগেও প্রতিবেশীরাই তাদের বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করে গেছে।বৃহস্পতিবার আবারও ওই এলাকার প্রায় ২৫টি পরিবার মিলে তাদের সামর্থ্য অনুযায়ী খাদ্যসামগ্রী নিয়ে ওই বাড়ির সামনে রেখে দেন, এরপর বাড়ির ভেতর থেকে পরিবারের লোকেরা এসে খাদ্যসামগ্রী তুলে নিয়ে যান।