রাজগঞ্জ, ১৩ মার্চঃ দলের প্রতীক এবং মনোনয়ন পত্র নিয়ে বাড়ি ফিরলেন রাজগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খগেশ্বর রায়।সেই প্রতীক বরণ করে ঠাকুর ঘরে রাখলেন স্ত্রী প্রতিমা রায়।
২০০১ সাল থেকে তৃণমূলের প্রতীকে রাজগঞ্জ কেন্দ্র থেকে ভোটে লড়ছেন খগেশ্বর বাবু।২০০৯ সালের উপ নির্বাচনে সিপিএম প্রার্থীকে হারিয়ে প্রথমবার খাসফুল ফোটান রাজগঞ্জের মাটিতে।এরপর ২০১১, ২০১৬ সালে জয়ের ধারা অব্যাহত খগেশ্বর রায়ের।ষষ্ঠ বারের জন্য এবারও তিনি রাজগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী।
শনিবার দলের প্রতীক চিহ্ন এবং মনোনয়ন পত্র নিয়ে কলকাতা থেকে রাজগঞ্জে ফেরেন খগেশ্বর রায়। প্রতিবারের মত এদিনও গাড়ি থেকে নেমে দলের প্রতীক চিহ্ন এবং মনোনয়ন পত্র স্ত্রীর হাতে তুলে দেন তিনি।তা মাথায় করে নিয়ে ঠাকুর ঘরে রাখেন খগেশ্বর বাবুর স্ত্রী প্রতিমা রায়।
খগেশ্বর বাবু জানান, প্রতিবার এমনটাই করে আসছেন তিনি।আশীর্বাদের জন্য ঠাকুরের পায়ের কাছে রাখা থাকবে প্রতীক এবং মনোনয়ন পত্র।নির্দিষ্ট দিনে ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্রতীক ও মনোনয়ন পত্র নির্বাচন দফতরে গিয়ে জমা দেবেন তিনি।