জলপাইগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে এসে বুথের ভেতর ঢুকে নিজেই তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট করানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, জলপাইগুড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আনন্দ মডেল হাইস্কুল ভোটকেন্দ্রের ঘটনা।এদিকে ঘটনার খবর করতে গেলে সংবাদমাধ্যমকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এই বিষয়ে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, দিকে দিকে ছাপ্পা ভোট হচ্ছে।বিভিন্ন জায়গা থেকে খবর আসছে।বিভিন্ন জায়গায় বুথ জ্যাম করা হচ্ছে যাতে মানুষ ভোট দিতে না পারে।শাসকদলের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিনি।
অন্যদিকে যদিও তৃণমূল কংগ্রেসসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
