মাথাভাঙা,১৯ ফেব্রুয়ারিঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাথাভাঙা ২ নম্বর ব্লকের মানসাই নদী তীরবর্তী এলাকায়।
জানা গিয়েছে, এদিন নদীর চরে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।ঘটনা জানাজানি হতেই এলাকায় ভিড় করেন প্রচুর মানুষ।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।