শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসে চিকিৎসা করালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।এদিন শ্বাসজনিত সমস্যা নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান তিনি।সেখানেই চিকিৎসা করান।প্রয়োজনীয় পরীক্ষা করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এই বিষয়ে হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক জানান, আমাদের আগে ফোনে তাঁর সমস্যার কথা জানানো হয়েছিল।এরপর তিনি আসেন।ওনার আগের থেকে সমস্যা ছিল সেকারনেই একটু চিন্তিত ছিলেন৷তবে রিপোর্ট অনুযায়ী বর্তমানে সব ঠিকঠাকই আছে।
মন্ত্রী উদয়ন গুহ জানান, কাশির সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল।এদিক দিয়ে যাচ্ছিলাম তাই মেডিক্যাল কলেজে এসে একবার দেখিয়ে নিলাম।পাশাপাশি মেডিক্যাল কলেজ ও হাপাতালের পরিকাঠামোগত সমস্যার কথাও আলোচনা হয়েছে।
