শিলিগুড়ি,১৯ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের সাফাই কর্মীদের আন্দোলন আজ তৃতীয় দিনে পড়ল।বুধবার থেকে বিভিন্ন দাবিতে কর্মবিরতি রেখেছেন তারা।বাঘাযতীন পার্কের সামনে বসে তারা বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন।এদিকে আজ পর্যটনমন্ত্রী গৌতম দেব তাদের সাথে বৈঠক করতে দপ্তরে তাদের ডেকে পাঠিয়েছিলেন।যদিও মন্ত্রীর সাথে বৈঠক করতে আগ্রহী নন উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সদস্যরা।তাদের দাবি যদি বৈঠক করতেই হয় তবে ফিরহাদ হাকিম, অভিষেক বন্দোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন তারা।
অন্যদিকে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য বলেন, বহিরাগতদের সহায়তায় এই ধরণের কাজ করছে সাফাই কর্মীরা।সাফাইকর্মীদের দাবি-দাওয়া থাকতেই পারে তবে করোনা পরিস্থিতিতে সাফাই কাজ বন্ধ রাখা নিন্দাজনক।
তিনি আরও জানান, ২০ শতাংশ বেতনবৃদ্ধি কোনোভাবেই সম্ভব নয়। মার্চ মাস থেকে ১০ শতাংশ বেতনবৃদ্ধি করার কথা রয়েছে। তবে পুরনিগমে নতুন বোর্ড এলে তখন সেই বোর্ডের কাছে এই দাবিগুলো তুলে ধরা হবে। তবে জরুরী পরিষেবা এইভাবে বন্ধ রেখে তারা সাধারন মানুষের অসুবিধা করছেন তারা ।