শিলিগুড়ি, ১৪ মেঃ মানুষের কাছে চলো কর্মসূচীতে রবিবার ৪৪ নম্বর ওয়ার্ডে গেলেন মেয়র গৌতম দেব। মেয়র ওয়ার্ডে যেতেই বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন বাসিন্দারা।
শিলিগুড়ি পুরনিগমের ওয়ার্ডগুলিতে মানুষের সমস্যার কথা জানতে মানুষের কাছে চলো কর্মসূচী শুরু করেছেন মেয়র গৌতম দেব।রবিবার ৪৪ নম্বর ওয়ার্ডে যান তিনি।
ওয়ার্ডের কাউন্সিলর ও বরো চেয়ারপার্সন প্রীতিকণা বিশ্বাস সহ ডেপুটি মেয়র, মেয়র পারিষদেরা উপস্থিত ছিলেন।এদিন ওয়ার্ডে বাসিন্দারা পানীয় জলের অভাব নিয়ে অভিযোগ জানান মেয়রকে। এছাড়াও পাট্টা না পাওয়ার কথাও জানানো হয়েছে। সমস্যাগুলিকে লিখে সেগুলির সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র।
এর আগে ২ ও ২৪ নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন মেয়র। এরপর ২১, ৩৯ নম্বর ওয়ার্ডে যাবেন। জুন মাসের প্রথম দিকে ৪ নম্বর ওয়ার্ডে যাবেন মেয়র।
