রাজগঞ্জ, ৭ ফেব্রুয়ারিঃ সাম্প্রদায়িকতার বার্তা নিয়ে সম্প্রীতির দৌড়ের আয়োজন করল ডিওয়াইএফআই এবং এসএফআই এনজেপি ফুলবাড়ি লোকাল কমিটি।
রবিবার সকালে ফুলবাড়ি থেকে শক্তিগড় পর্যন্ত ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়।এই ম্যারাথন দৌড়ে বহু প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এই বিষয়ে দার্জিলিং জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দীলিপ সিং বলেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।তাই সংহতি দৌড়ের আয়োজন করা হল।এদিন এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান সন্দীপ শাহ, দ্বিতীয় স্থান দুলু সরকার এবং তৃতীয় স্থান অর্জন করেন করণ ছেত্রী।অন্যদিকে, মহিলা বিভাগে প্রথম স্থান সঞ্জীতা ওঁরাও, দ্বিতীয় স্থান অনিশা মুন্ডা এবং তৃতীয় স্থান অধিকার করেন দীপালি সিংহ।
এদিনের ম্যারাথনে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমূল হক, শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য, ডিওয়াইএফআই এনজেপি ফুলবাড়ি লোকাল কমিটির সম্পাদক এবং ৩২ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর তাপস চ্যাটার্জি, ওয়ার্ড কমিটির সভাপতি দেবাশীষ অধিকারি, ক্রিকেটার এমডি খালেক।