শিলিগুড়ি, ১৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস আশিঘর মোড় সংলগ্ন এলাকায় বেধড়ক মারধরের পর অপমানে আত্মঘাতী হয় এক ব্যক্তি।এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করলো আশিঘর ফাঁড়ির পুলিশ।ধৃতদের নাম জুনেদ আলম(২৭), সুদীপ রায়(২২), সঞ্জু রায় (২৫) এবং হরকা বাহাদুর দেওয়ান(৩৮)।ধৃতরা আশিঘর ফাঁড়ি অন্তর্গত এলাকার বাসিন্দা।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর রাতে পেশায় গাড়ি চালক হেমন্ত রায়কে বেশকয়েকজন বেধড়ক মারধর করে।তার পোশাক খুলে নিয়ে মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ।ঘটনার পর পুলিশ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসা করানোর বাড়িতে ছেড়ে দেওয়া হয়।
এরপরই অপমান সহ্য করতে না পেরে বাড়ির পাশে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ব্যক্তি।ঘটনার পর পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এরপর বৃহস্পতিবার সকালে পরিবারের তরফে আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়।গতকাল বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে এসে আশিঘর মোড় সংলগ্ন এলাকায় পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা।খবর পেয়ে আশিঘর ফাঁড়ি ও ভক্তিনগর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।ঘটনায় আরও কারা জড়িত তার তদন্তে পুলিশ।