রাজগঞ্জ, ৯ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জের ফাটাপুকুরে কোটি টাকার মার্কেট কমপ্লেক্স বর্তমানে অসামাজিক কাজের আঁতুড়ঘর।মার্কেট কমপ্লেক্সের ভেতরে যত্রতত্র ছড়িয়ে রয়েছে মদের বোতল সহ বিভিন্ন জিনিস।রাত নামতেই অসামাজিক লোকের আনাগোনা লেগে থাকে।কোটি টাকার এই মার্কেট কমপ্লেক্স নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
জানা গিয়েছে, রাজগঞ্জের ফাটাপুকুরের পাশে বাম আমলে তৈরি হয়েছিল মার্কেট কমপ্লেক্সটি।প্রায় কোটি টাকা খরচ করে এই মার্কেট কমপ্লেক্স বানানো হয়েছিল।এরপরেও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কমপ্লেক্সের ঘরগুলো বন্টন করা হয়নি।
ফাটাপুকুরের ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন আগে প্রচুর টাকা খরচ করে এই মার্কেট কমপ্লেক্সটি বানানো হয়। একসময় মার্কেট কমপ্লেক্সের ঘর বন্টন করা হবে বলে পঞ্চায়েত সমিতির তরফে জানানো হলে বেশকিছু ব্যবসায়ী ঘর পাওয়ার জন্য আবেদনও করেন। কিন্তু ওখানেই শেষ তারপর দীর্ঘদিন কেটে গেলেও ওই মার্কেট কমপ্লেক্সে ঠাঁই হয়নি কোনো ব্যবসায়ীর। কি কারনে বন্টন করা হল না এই প্রশ্ন তোলেন স্থানীয় ব্যবসায়ীরা।
এই প্রসঙ্গে পানিকৌরী গ্রাম পঞ্চায়েত প্রধান পাপিয়া সরকার বলেন, গ্রাম পঞ্চায়েত প্রধান হওয়ার পর দুয়ারে সরকারের শিবির হয়েছিল ওখানে। তখনই ওই মার্কেট কমপ্লেক্সটি দেখি। বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত মিটিংয়ে আলোচনা করা হয়েছে।খুব দ্রুত পঞ্চায়েত সমিতি এবং বিডিওর সঙ্গে আলোচনা করে মার্কেট কমপ্লেক্সের সংস্কার করে ব্যবসায়ীদের মধ্যে বন্টন করার আবেদন জানাবেন বলে জানান।
অন্যদিকে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার বলেন, এই মার্কেট কমপ্লেক্স বাম আমলে তৈরি করা হয়েছিল। এখন মার্কেট কমপ্লক্সটি বেহাল অবস্থায় রয়েছে। ফান্ড এলে মেরামত করে ঘর গুলি বন্টন করার ব্যবস্থা করা হবে।