রাজগঞ্জ, ২৩ জুলাইঃ মারণ রোগে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এক গরীব ঘরের মেধাবী ছাত্রী।সাহায্যের আর্জি জানালেন পরিবারের সদস্যরা।
রাজগঞ্জের সন্ন্যাসীকাটার পশ্চিম বালাবাড়ির বাসিন্দা ছাত্রীর নাম আজিমা খাতুন।তার বাবা আজিজুল হক ও মা আয়েশা খাতুন দিনমজুরের কাজ করে সংসার চালান। আজিমা অভাবের সঙ্গে লড়াই করে বালাবাড়ি এক্রামিয়া হাইমাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ব্লকের মধ্যে সেরা হয়েছে।
বর্তমানে আজিমা শিলিগুড়ির সূর্যসেন কলেজে ইংরেজি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ে আজিমা।চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর জানতে পারেন আজিমা মারণ রোগে আক্রান্ত।S L E বা অটো ইমুউন ডিজিস ঘিরে ধরেছে তাকে।এরপরই পরিবারটির ওপর যেন পাহাড় ভেঙে পড়ে।
আজিমাকে চিকিৎসার জন্য শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করার সামর্থ্য নেই পরিবারটির।এদিকে বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে কয়েক লক্ষ টাকার প্রয়োজন।তাই সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারটি৷