শিলিগুড়ি, ১১ মেঃ দেশজুড়ে লকডাউন। শেষমেষ মাস্ক পড়েই নমো নমো করে বিয়ে সারলেন যুগল। আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ গেলেন সকলেই। শুভ পরিণয়ে উপস্থিত ছিলেন শুধুমাত্র দুই পরিবারের সদস্যরা। বর কনের সঙ্গে আসা সকলের মুখেই ছিল মাস্ক। বাদ যাননি পুরোহিতও। পাত্র শিলিগুড়ির ঘোগোমালির বাসিন্দা সঞ্জীব মণ্ডল। পাত্রী সোমা রায় ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ৪ মে সাড়ম্বরে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠান করে বিয়ে হওয়ার কথা ছিল যুগলের। কিন্তু পূর্বনির্ধারিত সেই অনুষ্ঠানসূচিতে বাধ সাধে করোনা। শেষমূহূর্তে সব বাতিল করতে হয়।
শেষে সোমবার সন্ধ্যায় ৪ নম্বর ওয়ার্ডের একটি কালিবাড়িতেই নমো নমো করে বিয়ে সারলেন দম্পতি। সামাজিক দূরত্ব মেনেই পরিবারের সদস্যরা মন্দিরে ছিলেন। পাত্র সঞ্জীব মন্ডল জানান, ভেবেছিলাম বড় অনুষ্ঠান করেই বিয়েটা সারবো। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল কোথায়? অগ্যতা এভাবেই মাস্ক পড়ে শুধু দুজনের পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিয়ে করলাম। একই বক্তব্য কনেরও। আফশোস বান্ধবীদের আমন্ত্রণ জানাতে পারলেন না বিয়েতে। এদিকে বর কনেকে এভাবে বিয়ে করতে দেখে কালিবাড়ির আশপাশে ফ্ল্যাট, বাড়িতে থাকা বাসিন্দারা দূর থেকেই দাড়িয়ে ছবি তোলেন। নতুন জীবনের শুভেচ্ছাও জানান নব দম্পতিকে।