শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বরঃ আজ শিলিগুড়ির মাড়োয়ারি যুব মঞ্চ মুস্কান শাখার তরফে কাওয়াখালির একটি বেসরকারি স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, ক্যানসার সচেতনতা শিবির সহ একাধিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহন করা হল।পাশাপাশি মাড়োয়ারি যুব মঞ্চের তরফে বস্ত্র বিতরণ এবং এক বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত সহ মাড়োয়ারি যুব মঞ্চের সম্পাদক সঞ্জিত আগরওয়াল, মাড়োয়ারি যুব মঞ্চের মুস্কান শাখার সভাপতি সঙ্গিতা সারাফ, প্রজেক্ট চেয়ারপার্সন নীলাম বনসাল ও বিন্দু আগরওয়াল সহ সংস্থার অন্যান্য সদস্যরা।
মাড়োয়ারি যুব মঞ্চের সম্পাদক সঞ্জিত আগরওয়াল জানান, মাড়োয়ারি যুব মঞ্চ শিলিগুড়ি সহ ভারতের বিভিন্ন জায়গায় সমাজসেবামূলক কর্মসূচি গ্রহন করছে।
খুব শীঘ্রই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আলাদা করে ক্যানসার হসপিটাল শুরু হতে চলেছে এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত।