শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বরঃ মাড়োয়ারি যুব মঞ্চ শিলিগুড়ি শাখার তরফে একাধিক সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হল।
জানা গিয়েছে, রবিবার শিলিগুড়ি সংলগ্ন ফাড়াবাড়ির নেপালি বস্তিতে রক্তদান শিবির, বিশেষ চাহিদা সম্পন্নদের হুইলচেয়ার বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির, ফুড ফর অল,অর্গান ডোনেশন, স্যানিটারি ন্যাপকিন বিতরণ, বৃদ্ধদের লাঠি বিতরণ, ছাত্র-ছাত্রীদের বই ও সেলাই মেশিন বিতরণ করা হয়।পাশাপাশি মহিলাদের কথা চিন্তা করে স্যানিটারি প্যাড ব্যাঙ্ক চালু করা হয়।এদিন প্রায় ৫০০ জনের হাতে খাবার তুলে দেওয়া হয়েছে।
মাড়োয়ারি যুব মঞ্চের সভাপতি মনোজ আগরওয়াল বলেন,মাড়োয়ারি যুব মঞ্চ শিলিগুড়ি শাখা ৩৭ বছর ধরে মানুষের সেবা করে চলেছে।করোনা পরিস্থিতে খাবার বিতরন সহ সারাবছর মানুষের সেবার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।একইভাবে আগামীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাড়োয়ারি যুব মঞ্চের সভাপতি মনোজ আগরওয়াল,সম্পাদক আশু আগরওয়াল, প্রজেক্ট চেয়ারম্যান প্রণয় গোয়েল সহ অন্যান্যরা।