শিলিগুড়ি, ১ জুনঃ সোমবার থেকে তিনবাত্তি মোড়ে চালু হয়েছে ২০টি অক্সিজেন সিলিন্ডার বিশিষ্ট বেড নিয়ে ফিল্ড হাসপাতাল।হাসপাতালের উদ্বোধন করেছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক গৌতম দেব।
মাড়োয়ারি যুব মঞ্চ শিলিগুড়ি শাখার তরফে ফিল্ড হাসপাতালে করোনা রোগী, ডাক্তার এবং নার্সদের ৩ বেলা খাবারের বন্দোবস্ত করা হল।আজ এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিলীপ দুগর, হীরালাল আগরওয়াল, রমেশ আগরওয়াল,মাড়োয়ারি যুব মঞ্চ শিলিগুড়ি শাখার সভাপতি মনোজ আগরওয়াল, গোপাল শর্মা, ওমরেশ গর্গ, মহেশ ডালমিয়া, মনিষ বাজাজ, সম্পাদক আশু আগরওয়াল, কোষাধ্যক্ষ বিক্রম গোয়েল, অজয় চৌধুরী সহ অন্যান্যরা।
প্রসঙ্গত, লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ফোরাম ফর হিউম্যানিটি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই হাসপাতাল।অসহায় করোনা আক্রান্তদের চিকিৎসার জন্যই তৈরি করা হয়েছে এই হাসপাতাল।