শিলিগুড়ি, ৩০ মেঃ মাড়োয়ারি যুব মঞ্চ শিলিগুড়ি শাখার তরফে এবং ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলর প্রদীপ গোয়েলের সহযোগীতায় আজ থেকে ৭ দিবসীয় স্যানিটাইজ কর্মসূচি শুরু করা হল।এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী ৭ দিন ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা স্যানিটাইজ করা হবে।
মাড়োয়ারি যুব মঞ্চ এর প্রাক্তন রাষ্ট্রীয় সভাপতি ওমপ্রকাশ আগরওয়াল বলেন, ভারতে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রুপ নিয়েছে।সাধারণ মানুষকে মিলে করোনার বিরুদ্ধে লড়তে হবে।কোভিডের বিরুদ্ধে সবথেকে বড় হাতিয়ার মাস্ক ও স্যানিটাইজার।মায়োড়ারি যুব মঞ্চের তরফে ৯ নম্বর ওয়ার্ড স্যানিটাইজ করা হবে।
প্রাক্তণ কাউন্সিলর প্রদীপ গোয়েলে বলেন, গতবছরও করোনা বিরুদ্ধে লড়াইয়ে ৯ নম্বর ওয়ার্ড কমিটি এলাকা স্যানিটাইজ করেছিল।এই বছরও করোনার বিরুদ্ধে তারা লড়াইয়ে নেমেছে।
মাড়োয়ারি যুব মঞ্চ শিলিগুড়ি শাখার সভাপতি মনোজ আগরওয়াল বলেন, শিলিগুড়ি শাখা সমাজের সঙ্গে রয়েছে এবং আগামীতেও থাকবে।
এদিনের কর্মসূচিতে মাড়োয়ারি যুব মঞ্চ শিলিগুড়ি শাখার আহ্বায়ক কিষন মুন্দ্রা প্রাক্তণ ওয়ার্ড কাউন্সিলর প্রদীপ গোয়েল, প্রাক্তন সভাপতি মহেশ ডালমিয়া, সম্পাদক আশু গোয়েল, কোষাধ্যক্ষ বিক্রম গোয়েল, সহ-সম্পাদক মনিষ বাজাজ, গণেশ জিন্দাল, সন্দীপ আগরওয়ালকে এই কাজে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।