আলিপুরদুয়ার, ২২ জানুয়ারিঃ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন লাগোয়া এলাকার কৃষকদের মশলা চাষে স্বনির্ভর করে তুলতে দুদিনের কর্মশালার আয়োজন করা হল।আজ থেকে শুরু হয়েছে এই কর্মশালা।
জানা গিয়েছে, উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় ও জাতীয় উদ্যান পালন মিশনের সহযোগিতায় আলিপুরদুয়ার জেলার শামুকতলা সগরেটোলায় সানতালপুর নাগরিক অধিকার সুরক্ষা ওয়েলফেয়ার সোসাইটিতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।এদিনের কর্মশালায় এলাকার প্রায় ৫০ জন কৃষক যোগ দিয়েছেন।তাদের মধ্যে মহিলাদের উপস্থিতি লক্ষণীয়।
কৃষকরা জানান, বন লাগোয়া গ্রাম হওয়ার হাতি ও অন্য বন্যজন্তুরা ফসলের ক্ষতি করে।দিনের পর দিন ফসলের ক্ষতিতে তারা অতিষ্ঠ।অনেকেই কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।তারা অন্য কোনো উপায়ে আর্থিক ভাবে লাভবান হওয়ার চেষ্টা চালাচ্ছিলেন।কিন্তু সফল হননি।এই পরিস্থিতিতে স্থানীয় এক বেসরকারি সংস্থা কৃষকদের মশলা চাষের বিষয়ে উৎসাহিত করে।মশলা বন্যপ্রাণীরা একেবারেই ক্ষতি করে না।এছাড়াও আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল।এই কারণেই মশলা চাষে এগিয়ে আসেন তারা।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থসারথি মেদ্দা জানান, মশলা চাষের পক্ষে আদর্শ এই এলাকাটিকে বেছে নেওয়া হয়েছে।গোল মরিচ, আদা, হলুদ, কাওবাক চিনি, দারচিনি ও এলাচ চাষ করে স্বনির্ভর হয়ে উঠতে পারবেন কৃষকরা।এই এলাকাকে মশলা জোন হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।