শিলিগুড়ি, ৪ মার্চঃ উত্তরবঙ্গের মাশরুম ও অর্কিডকে বিশ্ব দরবারে তুলে ধরতে উদ্যোগী রাজ্য সরকার। বুধবার উত্তরকন্যায় ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যাণ্ড টেকনোলজি অ্যাণ্ড বায়োটেকনোলজির(পশ্চিমবঙ্গ সরকার)তরফে স্টেক হোল্ডার্স মিটিঙের আয়োজন করা হয়। সেখানে সিআইআই, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের সদস্যরা হাজির ছিলেন।
এদিন আলোচনা শেষে সাংবাদিক বৈঠক করেন প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ কুমার রায়। তিনি জানান, কালিম্পঙে একটি বায়োটেকনোলজি হাব তৈরির প্রয়াস নেওয়া হয়েছে। খুব শিগগির ডিপিআর তৈরি করা হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটি ল্যাব রয়েছে। সেই ল্যাব চালু করে সেখানে মাশরুম ও অন্যান্য গাছ নিয়ে যাতে গবেষণা করা যায় তা দেখা হচ্ছে।