শিলিগুড়ি,১৬ মার্চঃ সোমবার শিলিগুড়ি পুরনিগমে অনুষ্ঠিত হলো এই মাসের মাসিক অধিবেশন।এই মাসিক অধিবেশনে পুরনিগমে কর্মরত অস্থায়ী কর্মীদের বেতন ৭.৫% শতাংশ বৃদ্ধি পেল। আগামী এপ্রিল মাস থেকে কার্যকর করা হবে এই নতুন বেতন।বিষয়টি জানালেন মেয়র অশোক ভট্টাচার্য।
যদিও পুরনিগমের অস্থায়ী কর্মীদের বেতন ৭.৫% শতাংশ নয় ১০% শতাংশ বৃদ্ধি করতে হবে দাবি জানান কংগ্রেস ও তৃনমুল কাউন্সিলিরেরা।তাদের দাবি বিবেচনার সহিত দেখা হবে বলে জানান মেয়র অশোক ভট্টাচার্য।পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ১৫ লক্ষ টাকা বরাদ্দর কথাও জানান তিনি।
অন্যদিকে এদিন বৈঠকের শুরু থেকেই পুরনিগমের বিরোধি দলনেতা রঞ্জন সরকার পুরনিগমের বিভিন্ন কাজের খামতি তুলে ধরেন।এ নিয়ে শাসক এবং বিরোধিদের মধ্যে সাময়িক বাকবিতন্ডা তৈরি হয়।তবে সঠিক নিয়ম মেনেই শান্তিপুর্ন ভাবে শেষ হয় মাসিক অধিবেশন।