শিলিগুড়ি, ১৪ আগস্টঃ বাড়ির বাইরে বের হলেই নাক মুখ ঢাকতে হবে মাস্কে। সচেতনতা প্রচার চালিয়েও দেখা গিয়েছে বহু জায়গায় মানুষ মানছে না নিয়ম। সেকারণেই এবার মাস্ক ছাড়া কাউকে বাজারে দেখা গেলেই করা হবে জরিমানা।
শুক্রবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে বিভিন্ন বাজার কমিটিগুলিকে নিয়ে আলোচনায় বসে জেলা কোভিড টাস্ক ফোর্স। সেখানেই ব্যবসায়ী সমিতির সদস্যদের জানানো হয় বাজারগুলিতে অভিযান চালানো হবে।ব্যবসায়ী ও ক্রেতাদের যদি মাস্ক ছাড়া দেখা যায় কিংবা সেই মাস্কে যদি নাক মুখ ঢাকা না থাকে তবে জরিমানা করা হবে। প্রয়োজনে গ্রেপ্তারও করা হতে পারে।পাশাপাশি ব্যবসায়ীদের র্যাপিড টেস্টও হবে বলে জানান প্রশাসনিক আধিকারিকেরা।
আজ বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা সাংবাদিক বৈঠক করে জানান, প্রশাসনিক এই সিদ্ধান্ত অনুযায়ী অভিযান হবে। এছাড়াও ব্যবসায়ী সমিতির তরফে মাইকিং করে সকলকে সচেতন করা হবে।