মাস্ক না থাকলেই হবেন আটক, শহরজুড়ে অভিযান পুলিশের

শিলিগুড়ি, ২৫ এপ্রিলঃ মাস্ক নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় পুলিশ, নিয়ম লঙ্ঘন করলেই হবেন আটক।


করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে শহরজুড়ে।প্রতিদিনই করোনা পজিটিভ রিপোর্ট আসছে শতাধিক।মাস্ক আবারও মাস্ট।মাস্ক না পড়লেই এবার বিপত্তি।

রবিবার সকাল থেকেই শহরজুড়ে অভিযান শুরু করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।মাস্ক না থাকলেই হতে হবে আটক।গতবছরেও এইসময় এমনটাই চিত্র ছিল শহরজুড়ে।আবারও যেন ফিরে এল সেই চিত্র।একদিকে যেমন মাস্কের সঠিক ব্যবহার করতে বলা হচ্ছে তেমনই মাস্ক না থাকলেই হতে হচ্ছে আটক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *