শিলিগুড়ি, ২১ এপ্রিলঃ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।বিভিন্ন রাজ্যে জারি হয়েছে লকডাউন।করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ডাক্তাররা মাস্ক ব্যবহারের কথা বলেছেন।যেকারণে বাজারে চাহিদা বেড়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের।
আর সেই সুযোগে বিভিন্ন বাজারে ব্যাপক কালোবাজারি শুরু হয়েছে মাস্ক স্যানিটাইজার নিয়ে। তার জেরে সাধারণ মধ্যবিত্ত মানুষ সমস্যায় পড়েছেন।সরকার ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেছেন তারা।কয়েকদিন আগেও পাইকারি বাজারে যে সার্জিক্যাল মাস্কের দাম ছিল ১ টাকা।সেই দাম এখন প্রায় ৩ টাকা।খুচরো বাজারে এই দাম আরও বেশী।এদিকে স্যানিটাইজারের দামও বেড়েছে অনেকটা। ১০০ টাকার স্যানিটাইজারের বোতল বিক্রি হচ্ছে ২০০-৩০০ টাকায়। অভিযোগ উঠেছে কিছু দোকানে ব্যবসায়ীরা মাস্ক মজুত করে রেখে কৃত্রিম অভাবের সৃষ্টি করে দাম বাড়াচ্ছেন।
তবে মহাবীরস্থানের,হকার্স কর্ণারের কিছু ব্যবসায়ী জানান, দিল্লীতে লকডাউন থাকায় মাস্ক আসছে না।তাই যেখান থেকে এই মাস্ক তারা নিয়ে আসেন সেখানেও দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।