জলপাইগুড়ি, ২০ এপ্রিলঃ প্রতিদিনই দেশে ও রাজ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।এই পরিস্থিতিতে শহরবাসীকে মাস্ক পড়ার আবেদন জলপাইগুড়ি পৌরসভার।
জলপাইগুড়ি জেলায় প্রতিদিনই ৫০ জনের বেশী করোনা আক্রান্ত হচ্ছেন।শহরেও বাড়ছে পজেটিভ রোগীর সংখ্যা।ইতিমধ্যেই জলপাইগুড়ি পৌরসভার তরফে ফের স্যানিটাইজেশনের কাজ শুরু করা হয়েছে।
পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি বলেন, মাস্ক ছাড়া কেউ বাইরে বের হবেন না।শহরবাসীকে সবসময় হাত স্যানিটাইজ ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন তিনি।