নকশালবাড়ি ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

নকশালবাড়ি, ৩০ এপ্রিলঃ নকশালবাড়ি ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফে নকশালবাড়ি বাজারে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হল।


এদিনের কর্মসূচিতে নকশালবাড়ি ব্লক ২ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অরুন ঘোষ, অঞ্চল সভাপতি পার্থসারথী মুখার্জি, বিরাজ সরকার, বীরেন সরকার, সত্যনারায়ণ গোস্বামী, মহম্মদ কালাম, মনাই সঞ্চিতা, নূর বানো সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

নকশালবাড়ি ব্লক ২ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অরুন ঘোষ বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্বিগ্ন মানুষ।এদিন নকশালবাড়ি কার্যালয় থেকে শুরু করে বাজার ও অন্যান্য জায়গায় প্রায় ১ হাজার মাস্ক ও ১ হাজার স্যানিটাইজার বিতরণ করা হয়।পাশাপাশি মানুষদের সচেতনও করা হয়।   


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş