এবারে মাস্ক না পড়ে রাস্তায় বের হলে গুনতে হবে ৫ হাজার টাকা।করোনা সংক্রমণ রুখতে মাস্কে নাক-মুখ ঢাকার পরামর্শ আগেই দিয়েছিল কেন্দ্র সরকার।করোনার সংক্রমণ বাড়লেও সেই পরামর্শকে পাত্তা দিতে চাইছিলেন না অনেকেই।তবে এবার থেকে মাস্ক না পড়ে রাস্তায় বের হলেই ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ জারি করেছে আমেদাবাদ পুরসভা।এর আগে মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লিতেও এই ধরণের নির্দেশিকা জারি করা হয়েছিল। এবার সেই পথে হাঁটল আমেদাবাদ পুরসভা।
আমেদাবাদ পুরসভা সূত্রে খবর,আগামীকাল থেকে চালু হবে এই নিয়ম।শহরের সর্বত্রই মাস্ক পরে বেরনো বাধ্যতামূলক করা হয়েছে।কেউ নিয়ম ভাঙলে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।
সরকারি পরিসংখ্যান বলেছে, গুজরাটে ৪৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।রবিবার পর্যন্ত আমেদাবাদে করোনা আক্রান্তের সংখ্যা ২৬৬ জন।যে কারণে বাড়ছে উদ্বেগ।
(ইন্টারনেট চিত্র)