শিলিগুড়ি, ২৮ অক্টোবরঃ মাস্ক পরছেন না? তাহলে এবার সাবধান। ফের মাস্ক না পরলে পুলিশের গাড়িতে উঠে যেতে হতে পারে থানায়।
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় লোকজন মাস্ক না পরলে কড়াকড়ি শুরু হয়েছে। সেই পথে এগোচ্ছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটও। শুক্রবার থেকে শহরজুড়ে পুলিশের বিশেষ অভিযান শুরু হতে পারে। যেখানে বাজারে, ভিড়ে, রাস্তায় মাস্কহীন লোকজনকে চলাচল করতে দেখলে ব্যবস্থা নেবে পুলিশ।
ইতিমধ্যেই পুলিশ কমিশনার গৌরব শর্মা বিভিন্ন জোনের ডিসিপিদের নির্দেশ দিয়েছেন বিশেষ মাস্কের ব্যবহার বাড়াতে অভিযানে নামার জন্য।
মাস্কহীনদের মাস্ক দেওয়ার পাশাপাশি তাঁদের আটক করে থানায়ও নিয়ে যাওয়া হতে পারে। যেমনটা হয়েছিল গতবছর লকডাউন কিংবা এবারের বিধিনিষেধে। কারণ সংক্রমণ যাতে বাড়তে না পারে সেকারনে মানুষের মধ্যে মাস্কের ব্যবহার বাড়াতে ফের রাস্তায় নামছে পুলিশ।