জলপাইগুড়ি, ২৪ এপ্রিলঃ হাতে স্যানিটাইজার ও মুখে মাস্ক না থাকলে বাজারে ঢুকতে পারবে না ক্রেতারা এমটাই নির্দেশ পুলিশ প্রশাসনের। করোনার জেরে এবার থেকে জলপাইগুড়ির প্রধান বাজার দিনবাজারে বাজার করতে আসা ক্রেতাদের অবাধ প্রবেশ বন্ধ করল কোতয়ালী থানার পুলিশ।পুলিশের এই উদ্যোগে খুশি বাজার করতে আসা ক্রেতারা।
জলপাইগুড়ি জেলার প্রধান বাজার হল শহরের দিনবাজার। প্রতিদিনই এই বাজারে শহরের মানুষের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ব্যবসায়ীরা তাদের ব্যবসার সামগ্রী কিনতে আসেন।
অভিযোগ ছিল বাজারে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। সেকারনেই জলপাইগুড়ি কোতয়ালী থানা পুলিশের পক্ষ থেকে বাজারে প্রবেশের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া দল।
বাজারে প্রবেশের ক্ষেত্রে সমস্ত ক্রেতাদের মুখে মাস্ক ও পুলিশের পক্ষ থেকে দেওয়া স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করেই বাজারে প্রবেশ করতে হবে। এছাড়াও এক সাথে প্রচুর মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
একসঙ্গে ৫ জন করে বাজারে প্রবেশ করতে পারবেন। বাজারের সমস্ত রাস্তাগুলিতে প্রচুর পরিমানে পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশ প্রশাসনের এই উদ্যোগে কিছুটা অসুবিধা হলেও খুশি ক্রেতারা।