লকডাউনে শিলিগুড়িতে মাস্ক পরেই বিয়ে সারলেন পাত্র-পাত্রী 

শিলিগুড়ি, ২৭ মেঃ করোনার প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন সামাজিক জীবনে। বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে এর প্রভাব পড়েছে সবথেকে বেশি।


এই কারণে মাস্ক পরেই বিয়ে সারছেন অকেনেই।জানা গিয়েছে, গতকাল শিলিগুড়ির বাসিন্দা হুকুমচাঁদ সিঙ্ঘলের মেয়ের বিয়ে হয়। মাস্ক পরেই বর-কনে বিয়েতে বসেন।লকডাউনের নিয়ম মেনে ২০ জন অতিথি উপস্থিত ছিলেন।অতিথিরা সকলেই মাস্ক পরেই অনুষ্ঠানে সামিল হন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom