শিলিগুড়ি,১২ মেঃ লকডাউনে স্যানিটাইজার, মাস্ক তৈরি করে বিক্রি করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
লকডাউনের পর থেকেই মাস্ক এবং স্যানিটাইজার তৈরি করে শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করে চলেছেন তারা।কোভিড-১৯ কে রুখতে সবচেয়ে বড় ভরসা এখন মাস্ক এবং স্যানিটাইজার।একসময় বাজার থেকে প্রায় উধাও হয়ে গিয়েছিল এই দুটি জিনিস।তখন থেকে নিজের হাতেই তারা তৈরি করছেন মাস্ক, স্যানিটাইজার।
প্রতিদিন প্রায় ১৫০০ টাকার জিনিস তার বিক্রি করছেন।বিভিন্ন ধরনের মাস্ক, স্যানিটাইজার, মাথার টুপি ইত্যাদি তারা বিক্রি করছেন।লকডাউনের এই সময় সংসার চালাতে কিছু পরিমান আয়ের জন্য এই রাস্তাই বেছে নিয়েছেন তারা।