শিলিগুড়ি, ১৬ অক্টোবরঃ দীর্ঘদিন থেকেই আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের দাবি তুলছিল শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এবারে সেই কারণে শহরবাসীর স্বাক্ষর সংগ্রহ করবেন তারা।আগামীকাল থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে একটি ব্যানার লাগানো হবে,যেখানে এই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবিতে স্বাক্ষর করতে পারবেন সাধারণ মানুষ।পরবর্তীতে ওই ব্যানার পাঠানো হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে।
শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে মনোজ ভার্মা জানান, শিলিগুড়ি থেকে বহু ক্রিকেটার উঠে এলেও শহরে একটিই খেলার মাঠ রয়েছে। সেখানেও ক্রিকেটের পরিকাঠামো নেই।আগামীকাল থেকে দূর্গাপুজো পর্যন্ত এই স্বাক্ষর সংগ্রহের প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে।শহরবাসীর কাছে তাদের আবেদন সকলে যাতে এগিয়ে এসে ব্যানারে স্বাক্ষর করে তাদের এই আবেদনকে আরও জোরালো করে।