কোচবিহার, ৩ অক্টোম্বরঃ পলিটেকনিক কলেজে সঠিক মূল্যায়ন না হওয়ায় অধিকাংশ পড়ুয়ারা ফেল করেছে।এই কারণে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের ডাক দিয়ে মাথাভাঙ্গা পঞ্চানন মোড় সংলগ্ন পলিটেকনিক কলেজে বিক্ষোভ সামিল হলেন পড়ুয়ারা।
পড়ুয়াদের দাবি, সঠিক মূল্যায়ন না হওয়ায় অনেক পড়ুয়া পাস করতে পারেনি।এছাড়া প্রশ্নপত্রের প্যাটার্ন বদল এবং পরীক্ষার সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। সঠিকভাবে ক্লাস না হওয়ায় সমস্যায় পড়েছেন পলিটেকনিক কলেজের পড়ুয়ারা।এছাড়া কলেজে একাধিক সমস্যা রয়েছে।
আন্দোলনের পাশাপাশি অধিকাংশ পড়ুয়া ফেল করায় এদিন কলেজের শিক্ষকদের নকুল দানা খাওয়াতে যান।যদিও শিক্ষকেরা সেই নকুল দানা খাননি।