কোচবিহার, ৮ জুলাইঃ মাথাভাঙা দুই নম্বর ব্লকের আমতলা সংলগ্ন এলাকায় ভোট দানে বাঁধা দেওয়ার অভিযোগ তুলে পথ অবরোধ করলো ভজনের ছড়া ২/১৯৭ নম্বর বুথের বিজেপি কর্মীরা।
জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা।অভিযোগ, তাদের ভোট দানে বাধা দেওয়া হয়।হুমকি সহ মারধর ও অনেকের বাড়ি ঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ।অভিযোগের তির তৃণমূলের দিকে।
বিজেপির মাথাভাঙ্গা বিধানসভার বিধায়ক সুশীল বর্মন জানান, তৃণমূল কংগ্রেস এইভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার হত্যা করছে।
যদিও বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল।তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রদীপ রঞ্জন রায় ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন।
এদিন এলাকায় পথ অবরোধের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।পুলিশ পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করে।