কোচবিহার, ১৯ এপ্রিলঃ ভোটের দিনে ফের শিরোনামে কোচবিহার।ভোটগ্রহণ শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে আসছে অশান্তির খবর।
মাথাভাঙ্গায় তৃণমূলের বুথ বসানো নিয়ে ঝামেলা।তৃনমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ৫/৫৩ নম্বর গেন্দুগুড়ি বুথে ধুন্ধুমার কান্ড।তৃণমূল ও বিজেপির মধ্যে হাতাহাতির ঘটনা ঘিরে উত্তেজনা এলাকায়।ঘটনায় ৩-৪ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ।