মাথাভাঙা,২০ জানুয়ারিঃ মাথাভাঙার ময়নাতলি মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর।
স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেল চারটে নাগাদ ময়নাতলি মোড় দিয়ে এক সাইকেল আরোহী পুলিশের দেওয়া ব্যারিকেড পার করছিল।সেই সময় দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর।খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেন মাথাভাঙা থানার ট্রাফিক ওসি শাহ আলী ইমাম এবং মাথাভাঙ্গা দমকলের একটি ইঞ্জিন।ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।