রাজগঞ্জ, ১৪ নভেম্বরঃ আজ শিশু দিবস। একদিকে যেখানে দেশ জুড়ে পালিত হচ্ছে শিশুদিবস সেইদিনই ভিন্ন ছবি ধরা পড়লো রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ধারাগছ ২নং বিএফপি স্কুলে।এই স্কুলে নেই মিড-ডে মিলের খাওয়ার ঘর, তাই মাঠে বসেই মিড-ডে মিল খেতে হচ্ছে স্কুলের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীদের।
জানা গিয়েছে, এই স্কুলে প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে।কিন্তু বিদ্যালয়ে কোনো ডাইনিং সেড না থাকায় পড়ুয়াদের মাঠে বসেই খাবার খেতে হয়।বৃষ্টির দিনে খুব অসুবিধায় পড়তে হয়।পাশাপাশি রয়েছে পানীয় জলের সমস্যা।এছাড়া ব্যস্ততম রাস্তার পাশেই রয়েছে এই স্কুল।তবে স্কুলে নেই কোনো বাউন্ডারি ওয়াল।যার ফলে সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস বলেন, স্কুলে ডাইনিং সেড সহ একাধিক সমস্যা রয়েছে।বিভিন্ন যায়গায় একাধিকবার আবেদন করেও মিলেনি কোনো সুরাহা। তাই ডাইনিং সেড, বাউন্ডারি ওয়াল ও পানীয় জলের দাবি জানান তিনি।