আলিপুরদুয়ার, ২২ নভেম্বরঃ আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানের এক নম্বর সেকশনে বনদফতরের পাতা খাঁচায় শুক্রবার সকালে খাঁচাবন্দী হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে মথুরা চা বাগানে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করেছিলেন শ্রমিকরা। সেই চিতাবাঘটিকে খাঁচাবন্দী করতে চিলাপাতা রেঞ্জের তরফে মথুরা চা বাগানের এক নম্বর সেকশনে খাঁচা পাতা হয়।
অবশেষে শুক্রবার সকালে খাঁচাবন্দী হয় চিতাবাঘটি।এদিন সকালে খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখতে পেয়ে শ্রমিকরা বনদফতরে খবর দেন।ঘটনাস্থলে বনকর্মীরা খাঁচাবন্দী চিতাবাঘটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেয়।
এই বিষয়ে জলদাপাড়ার ডিএফও জানান, চিতাবাঘটির শারীরিক পরীক্ষা করা হয়েছে।প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।