শিলিগুড়ি, ২১ জানুয়ারিঃ মাটিগাড়ার ওয়েভেল আইটি পার্কে অবৈধ কল সেন্টারের পর্দা ফাঁস করলো এসওজি এবং মাটিগাড়া থানার পুলিশ।ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নামে অবৈধ কল সেন্টার চলছিল।
জানা গিয়েছে, মাটিগাড়ায় অবৈধ কল সেন্টারের খবর পেয়েই এসওজি এবং মাটিগাড়া পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।ধৃতরা হল কলকাতার বাসিন্দা রণধীর সিং, ঝাড়খণ্ডের বাসিন্দা বাবলু মোদী এবং ইসলামপুরের বাসিন্দা রানা প্রতাপ বর্মণ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাইড সলিউশন নামে একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির রেজিস্ট্রেশন করে কল সেন্টারটি চলছিল।স্বাস্থ্য বীমা, ঋণ এবং অন্যান্য প্রলোভন দেখিয়ে বিদেশের মানুষকে প্রতারণা করা হচ্ছিল।ধৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা শুধুমাত্র কল সেন্টারে কাজ করে।তবে এই কল সেন্টারের মালিক রয়েছে অন্য কেউ।ঘটনাস্থল থেকে বেশকিছু কম্পিউটার এবং টেলিফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।কল সেন্টারের মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ।