শিলিগুড়ি, ২০ জুলাইঃ শিলিগুড়ি কমিশনারেট থেকে ৫০০ মিটার দূরত্বে চামটা রেলওয়ে লাইন এলাকায় ফের একবার অপরাধমূলক ঘটনা সামনে এসেছে।মঙ্গলবার রাতে ওই এলাকায় এক যুবককে মারধর ও ছিনতাই এর চেষ্টা করে কিছু দুষ্কৃতি।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, পাপ্পু রায় প্রতিদিনের মত গতকাল রাত ৮টা নাগাদ তার স্ত্রীকে নিতে মাটিগাড়ার একটি শপিং মলের কাছে পৌঁছায়।সেইসময় শৌচকার্যের জন্য রেললাইনের সামনে দাঁড়ালে দুই দুষ্কৃতি তাকে ধরে রেললাইনের নীচে নিয়ে যায় বলে অভিযোগ।এরপর তার কাছে থাকা দামী মোবাইল ফোন এবং স্কুটির চাবি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।তবে এক দুষ্কৃতিকে ধরে ফেলে পাপ্পু রায়।এদিকে পাপ্পু রায়ের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় মানুষ সেখানে জড়ো হয়।এরপর খবর দেওয়া হয় মাটিগাড়া থানার পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ এবং একজনকে আটক করে।
স্থানীয়রা জানান, সন্ধ্যের পর এলাকা অন্ধকার হয়ে যায়।এই এলাকায় লাইট না থাকার কারণে অপরাধমূলক ঘটনা ঘটছে।সুরক্ষা ব্যবস্থার অভাব রয়েছে।পুলিশের নজরদারির দাবী জানিয়েছেন তারা।