শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ মাটিগাড়ার স্কুল ছাত্রী খুনের মামলায় একের পর এক তারিখ পার হয়ে যাওয়ায় বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েছিলেন মৃতার মা।ঘটনার পর গতকাল রাতেই শুনানির জন্য হাজির হন আসামী পক্ষের আইনজীবী।তবে মামলার তদন্তকারী অফিসারের ক্রস এগজামিন করা যায়নি।যার জন্য মার্চ মাসের ১৮ এবং ১৯ তারিখ ক্রস এগজামিনের দিন ধার্য করেছে আদালত।
উল্লেখ্য, গত বছর ২১ আগস্ট মাটিগাড়ায় এক নাবালিকা স্কুল ছাত্রীকে খুন করা হয়।ঘটনার পরই গ্রেফতার করা হয় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে।মামলার শুনানি শুরু হয় শিলিগুড়ি আদালতে।কলকাতা হাইকোর্টের আইনজীবী বিভাষ চ্যাটার্জি এই মামলা লড়ছেন।তবে অভিযোগ, দ্রুত মামলার ট্রায়াল চলার পরও বিনা কারণে আসামীপক্ষের আইনজীবী একের পর এক তারিখ নিচ্ছেন।যেকারনে গতকাল আদালত চত্বরে ক্ষোভে ফেটে পড়েন মৃতার মা।যার জেরে আদালতে আসতে বাধ্য হন আসামীপক্ষের আইনজীবী।
এই বিষয়ে আইনজীবী বিভাষ চ্যাটার্জি বলেন, আসামীপক্ষের আইনজীবী একের পর এক মামলার তারিখ নিচ্ছেন।গতকাল মামলার তদন্তকারী অফিসারকে জেরা করার তারিখ রাখা হয়েছিল।তবে আসামীপক্ষের আইনজীবী অসুস্থ থাকার কারণে ছুটি নিয়েছিলেন।এরপরই মৃতার মা ক্ষুব্ধ হয়ে ধর্ণায় বসেন।যেকারনে রাতেই আইনজীবীকে আদালতে আসতে হয়।এরপর তদন্তকারী অফিসারের বয়ান রেকর্ড করা হয়।যদিও ক্রস এগজামিনের জন্য আসামীপক্ষের আইনজীবী প্রায় একমাসের সময় চান।এরপর আদালত মার্চ মাসের ১৮ এবং ১৯ তারিখ সময় ধার্য করে।এই দুদিনের মধ্যে ক্রস এগজামিন শেষ করার কথা জানিয়েছে আদালত।