শিলিগুড়ি, ২৪ মেঃ শিলিগুড়ির মাটিগাড়ার হরসুন্দর হাইস্কুলে শেল্টার হোম করতে বাঁধা স্থানীয়দের।অবশেষে ৬ জনকে মাটিগাড়া ব্লক অফিসেই রাখার ব্যবস্থা করা হল।
জানা গিয়েছে, মাটিগাড়ার পালপাড়ার ৬ জন বাসিন্দা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন।লকডাউনের জেরে তারা ফিরে আসলে ডাক্তার স্ক্রিনিং করে জানান,হোম কোয়ারান্টিনে থাকতে হবে।তবে ছোট ছোট ঘরে পরিবারের সকলের সংস্পর্শে থাকতে হবে তাদের।সেকারণেই তারা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন শেল্টার হোমের।শনিবার এই ৬ জনকে হরসুন্দর হাইস্কুলে রাখার ব্যবস্থা করে ব্লক প্রশাসন। কিন্তু রাতে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন।এই অবস্থায় শেষমেষ ৬ জনকে ব্লক অফিসেই রাখার বন্দোবস্ত করা হয়।
রবিবার মাটিগাড়ার বিডিও রুনু রায় বলেন, ৬ জনের বাড়িতে আলাদা করে হোম কোয়ারান্টিনে থাকার মতো জায়গা নেই বলেই প্রশাসনের কাছে শেল্টার হোমের আবেদন জানিয়েছিলেন।তাই হরসুন্দর স্কুলে রাখার বন্দোবস্ত করলেও স্থানীয়রা বাঁধা দেন।তাদের আশঙ্কা কেউ করোনা পজিটিভ হলে সমস্যা হবে।সেকারণে পরবর্তীতে স্থানীয়দের বাঁধার কারণেই ৬ জনকে ব্লক অফিসে রেখে তাদের খাবারের ব্যবস্থা সহ সমস্ত সহায়তা করা হচ্ছে।