শিলিগুড়ি, ১৮ জানুয়ারিঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা অন্তর্গত তুলসী নগর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।চলে পাথর বৃষ্টি।ঘটনায় আহত বেশকয়েকজন।
জানা গিয়েছে, তুলসী নগর এলাকায় একটি মন্দিরকে কেন্দ্র করে দুই পক্ষের বিবাদ শুরু হয়।মুহুর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষ একে অপরকে পাথর ছুড়তে শুরু করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন।আহতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ এবং র্যাফ মোতায়েন করা হয়।
এদিকে এলাকার পরিবেশ বিঘ্নিত হওয়ার জন্য পুলিশকে দায়ী করেন স্থানীয়রা।তাদের অভিযোগ, বিবাদ চলাকালীন পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল।কিন্তু এলাকায় পুলিশ মোতায়েন করা হয়নি।পুলিশ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই দুই পক্ষের সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং এলাকায় নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এই ঘটনার পর তুলসী নগর এলাকায় পুলিশ পিকেটিং জোরদার করা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ।
