শিলিগুড়ি, ২১ জুলাইঃ এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাটিগাড়ার কলমজোত এলাকায়।মৃত ব্যক্তি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত ছিলেন।মৃতের নাম সুবোধ মল্লিক।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়িতে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।এরপর খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে অনুমান পরিবার ও স্থানীয়দের।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মচারী সংগঠনের নেতা ছিলেন সুবোধ মল্লিক পাশাপাশি সমাজসেবী হিসেবেই পরিচিতি ছিল তার।তার অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মীমহলে।