শিলিগুড়ি, ১৭ নভেম্বরঃ ছিনতাইয়ের ঘটনায় মাটিগাড়া থানার পুলিশের হাতে গ্রেফতার দুজন।উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া সোনা।ধৃতদের নাম গণেশ ঘোষ এবং সহদেব রায় ওরফে লটকা।
জানা গিয়েছে, গত ২৩ অক্টোবর সকালে মাটিগাড়া থানা অন্তর্গত বেলডাঙ্গী এলাকায় প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন এক মহিলা।সেইসময় তুম্বাজোতে জোড়া ব্রিজ এলাকায় বাইকে করে দুই যুবক আসে এবং মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে চম্পট দেয়।
ঘটনার পর মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা।সেই অভিযোগের তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সাহায্যে গত ২৭ অক্টোবর গণেশ ঘোষকে গ্রেফতার করে পুলিশ।তাকে আদালতে পেশ করে ৫ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সহদেব রায় ওরফে লটকার নাম সামনে আসে।এরপর পুলিশ জানতে পারে ছিনতাই করা সোনার চেন জংশন এলাকায় বিক্রির চেষ্টা করা হচ্ছে।এই খবর পেয়েই গতকাল রাতে পাতিকলোনি এলাকায় অভিযান চালিয়ে সহদেব রায়কে গ্রেফতার করে পুলিশ।
ধৃতের কাছ থেকে ১০ গ্রাম গলানো সোনা উদ্ধার হয়েছে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।