শিলিগুড়ি, ১২ মার্চঃ মাটিগাড়া থানা এলাকায় একটি নার্সিংহোম থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করলো পুলিশ।
জানা গিয়েছে, গত ২১ ফেব্রুয়ারি মহম্মদ আসিরুল তার ছেলের বাইক নিয়ে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে যান।সেখানে পার্কিংকে বাইক রেখে ভেতরে যান তিনি।কিন্তু ফিরে এসে দেখতে পান বাইকটি নেই।
২৩ ফেব্রুয়ারি মাটিগাড়া থানায় চুরির অভিযোগ দায়ের করেন ব্যক্তি।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মাটিগাড়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সোনু বাল্মীকিকে শনাক্ত করে।তদন্তে পুলিশ জানতে পারে, সোনু বাল্মিকি শিলিগুড়ি জেলে বন্দী।এরপরই আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে হেফাজতে নেয় পুলিশ।
জিজ্ঞাসাবাদে সোনু চুরির কথা স্বীকার করে এবং জানায় বাইকটি হিমুল এলাকায় একটি খালি বাড়িতে রাখা হয়েছে।মঙ্গলবার রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইকটি উদ্ধার করে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।