শিলিগুড়ি, ৮ নভেম্বরঃ দীপাবলিতে আকাশ আলোকিত না করে ঘর আলোকিত হোক প্রদীপের আলোয়।এই সচেতনবার্তাই সকলের মধ্যে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করল এক স্বেচ্ছাসেবী সংস্থা।পথচলতি মানুষের হাতে মাটির প্রদীপ বিলি করছেন সংস্থার সদস্যরা।
বাজারে যখন বিভিন্ন বিদেশি লাইটে ছেয়ে রয়েছে সেইসময় বিনামূল্যে সাধারণ মানুষের হাতে মাটির প্রদীপ তুলে দেওয়া এক অভিনব উদ্যোগই বটে।ভ্যানের মধ্যে প্রদীপ সাজিয়ে সেই গাড়ি ঠেলে নিয়ে শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে সাধারণ মানুষের হাতে মাটির প্রদীপ তুলে দিচ্ছেন তারা। সকলের কাছে সাড়াও পাচ্ছেন ভালো।
সংস্থার কর্ণধার রাকেশ দত্ত জানান, চীনালাইট ও আতশবাজি থেকে মানুষকে দূরে রাখতে তাদের এই আয়োজন।সাধারন মানুষের কাছে তারা আবেদন রাখছেন এবারের দীপাবলিতে দেশি প্রদীপের আলোয় বাড়ি সেজে উঠুক।পথচলতি সমস্ত মানুষের হাতে তারা ১০টি করে মাটির প্রদীপ তুলে দিচ্ছেন।প্রদীপ পেয়ে খুশি পথচলতি মানুষেরাও।